শুক্রবার , ১৯ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নার্গিস ফাখরির সঙ্গে প্রতারণা

Paris
আগস্ট ১৯, ২০১৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
অবকাশ কাটাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। গত সপ্তাহে দেশে ফেরেন তিনি। তবে সম্প্রতি বিমর্ষ অবস্থায় দেখা গেছে ‘রকস্টার’ খ্যাত এই অভিনেত্রীকে। কারণ অনলাইন প্রতারণার শিকার হয়ে ৬ লাখ রুপি হারিয়েছেন তিনি।
গত ১৫ আগস্ট নার্গিস ফাখরির ক্রেডিট কার্ড থেকে ছয় লাখ রুপি হাতিয়ে নেয় দুর্বৃত্তরা! ওই ক্রেডিট কার্ডটি নিজের কাছে থাকলেও সেটি ব্যবহার করে ছয় লাখ রুপির কেনাকাটা করা হয়। বিষয়টি টের পেলে সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট ব্যাংককে অবহিত করেন। পরে কার্ডটি বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে পরে মুম্বাইয়ের জুহু পুলিশের কাছে অভিযোগ করেন নার্গিস ফাখরি। পুলিশের ধারণা, অপরাধী ক্রেডিট কার্ডের সব তথ্য চুরি করে তার অ্যাকাউন্ট থেকে ১৪ দফায় লেনদেন করে।
পুলিশের কাছে করা অভিযোগে নার্গিস ফাখরি বলেন, ‘ক্রেডিট কার্ডটি তিনি কেবল অর্থ উত্তোলনের জন্য ব্যবহার করতেন। এটি দিয়ে তিনি কখনও কেনাকাটা করতেন না। কিন্তু সোমবার রাতে ব্যাংক থেকে তার মোবাইলে ট্র্যানজেকশন নোটিফিকেশন আসার পর তিনি বিষয়টি বুঝতে পারেন। ততক্ষণে কেনাকাটা বাবদ সমুদয় অর্থ কেটে নেওয়া হয়েছে।’
পুলিশ বলছে, শপিংয়ের জন্য নয় বরং অর্থ উত্তোলনের জন্যই কার্ডটির যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া হয়। ওই ক্রেডিট কার্ডটি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের। ব্যাংকটি বলছে, তারা সবসময় গ্রাহকদের সব তথ্য গোপন রাখে। তবে বিদেশে অর্থ লেনদেনের ঘটনায় বিস্তারিত জানতে ব্যাংকটির কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন