বুধবার , ২৮ অক্টোবর ২০২০ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুবাইগামী যাত্রীর কাছে মিললো ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রা!

Paris
অক্টোবর ২৮, ২০২০ ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী রাকিবুল ইসলাম নামে এক যাত্রীকে ৪২ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক করেছেন বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা।

মঙ্গলবার রাতে বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার আগে বিদেশি মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ওই যাত্রীর কাছ থেকে ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার ও সংযুক্ত আরব আমিরাতের ৪২ হাজার দিরহাম উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় তা ৪২ লাখ টাকার সমান।

তার কাছে যে বিদেশি মুদ্রা পাওয়া গেছে, তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি রাকিবুল ইসলাম। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - সব খবর