শনিবার , ৩০ মে ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দিল্লিতে ফের ভূমিকম্প, জনমনে আতঙ্ক

Paris
মে ৩০, ২০২০ ১০:২০ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে ফের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।

শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে।

জানা গেছে, ভূমিকম্পের উত্সস্থল দিল্লি থেকে ৬৫ কিমি দূরে হরিয়ানার রোহতক।

মে মাসে এই নিয়ে ৫ বার দিল্লি ও সংলগ্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলো। যার জেরে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে।

তবে এখনও পর্যন্ত প্রাণহানিও ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। ১০ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছিল বলে জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, ফরিদাবাদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

দিল্লির অনেকে আবার বলছেন, এক ঘণ্টার মধ্যে দুবার কম্পন অনুভূত হয়েছে।

জানা গেছে, মাটি থেকে ৫ কিমি নিচে উত্সস্থল ছিল। দ্বিতীয়বার ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৯। ১২ এপ্রিলের আগে পর্যন্ত দিল্লিতে কম তীব্রতার ভূমিকম্প হয়েছিল ৩ বার। ১৫ মে হওয়া ভূমিকম্পের তীব্রতাও ছিল কম।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক