দিন দুপুরে ঘরের মধ্যে হঠাৎ আগুন। পুড়ছে জামাকাপড়। মাঝেমধ্যেই এমন ভুতুড়ে কাণ্ড ঘটে চলেছে পশ্চিমবঙ্গের বারুইপুরের এক পুলিশকর্মীর বাড়িতেই। আগুনের উৎস সবারই অজানা। এই ঘটনায় আতঙ্ক দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।
পশ্চিবঙ্গের বিজ্ঞান মঞ্চের সদস্যরা এরইমধ্যে ঘটনাস্থলে যেয়ে নমুনা সংগ্রহ করেছেন। সপ্তাহখানেক ধরে বারুইপুরে ওই পুলিশকর্মীর বাড়িতে ভুতুড়ে আগুন দেখা যাচ্ছে। কখনও বিছানার চাদরে, কখনও জামাকাপড়ে পুড়ে যাওয়ার চিহ্ন। এসব ঘটছে সকলের অজান্তেই। সদস্যরা যখন একটি ঘরে রয়েছেন, অন্য ঘরে ঘটছে এই ভুতুড়ে কাণ্ড।
এসব দেখে আতঙ্কিত পুলিশকর্মীর পরিবার বারুইপুর থানায় অভিযোগ করেছেন। পাশাপাশি, এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে বাড়িতে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এদিকে বিজ্ঞান মঞ্চের সদস্যদের প্রাথমিক ধারণা, কেউ ইচ্ছে করে, ভয় দেখানোর জন্য এই ঘটনা ঘটাচ্ছে। বাড়ি থেকে পোড়া জিনিসের নমুনা তারা সংগ্রহ করেছেন রাসায়নিক পরীক্ষার জন্য। সেই সাথে তারা বলছেন, কোনও রাসায়নিক বিক্রিয়ার জেরে ঘরে মাঝেমধ্যে এভাবে আগুন জ্বলে উঠছে কি না, তাও দেখা হবে।
অন্যদিকে আগুন জ্বলে উঠে কোন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে বাড়ির সদস্যরা।
সুত্রঃ কালের কণ্ঠ