রবিবার , ৪ নভেম্বর ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘তালেবান পিতা’র হত্যা নিয়ে ধোঁয়াশা

Paris
নভেম্বর ৪, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানে ‘ফাদার অব দ্য তালেবান’ হিসেবে পরিচিত সামিউল হক (৮০)। গত ২ নভেম্বর রাওয়ালপিন্ডির নিজ বাড়িতে অজ্ঞাতনামা এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন তিনি। খবর বিবিসির।
তবে অন্য একটি সূত্রের দাবি শুধু ছুরিকাঘাত নয় গুলি করে হত্যা করা হয় এই নেতাকে। অন্যদিকে পাকিস্তান প্রশাসন জানিয়েছে, একাধিক ছুরির আঘাতে নিহত হন সামিউল। এজন্য শোকও প্রকাশ করেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।
সামিউল হকের এক ছেলে জানান, নামাজ শেষে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তার বাবা। এসময় ঘরে ছিলেন না তার গাড়ি চালক ও দেহরক্ষী। ওই মুহূর্তে ছুরির আঘাতে খুন হন তার বাবা।
তবে অন্য একটি সূত্র রয়টার্সকে জানায়, শুধু ছুরিকাঘাত নয় গুলিবিদ্ধও হন ‘ফাদার অব দ্য তালেবান’। তাই তালেবান পিতার মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি।

সর্বশেষ - আন্তর্জাতিক