সিল্কসিটিনিউজ ডেস্ক :
ট্রাম্পের বয়স এখন ৭৮ বছর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। নির্বাচনে জিতে তার বর্তমান স্ত্রী মেলানিয়াকে খুব আন্তরিকতার সঙ্গেই আমেরিকানদের সঙ্গে ‘ফার্স্ট লেডি’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ট্রাম্প। মেলানিয়ার বয়স এখন ৫৪ বছর। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ২৪ বছর।
১৯৪৬ সালের ১৪ই জুন নিউ ইয়র্কের কুইন্স-এ জন্মগ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। দাম্পত্য জীবনে তিনবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন এই ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
১৯৭৭ সালে প্রথমবার ইভানা জেলনিকোভাকে বিয়ে করেন ট্রাম্প। ১৯৯০ সালে তাদের বিচ্ছেদ হয়।
ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী ছিলেন মার্কিন অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, গায়ক এবং উপস্থাপক মার্লা ম্যাপলস। ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তাদের সংসার টিকে ছিল। এরপর দুই বছর আলাদা থাকার পর ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়।
তৃতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মেলানিয়া নাউসের (এখন মেলানিয়া ট্রাম্প) সঙ্গে। সেটা ছিল ২০০৫ সাল। সেই সময় ট্রাম্পের বয়স ছিল ৫২ এবং মেলানিয়া নাউসের বয়স ছিল ২৮ বছর।
পাঁচ সন্তানের পিতা ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (৪৬), ইভাঙ্কা ট্রাম্প (৪৩), ব্যারন ট্রাম্প (১৮), এরিক ট্রাম্প (৪০), টিফানি ট্রাম্প (৩১)।
সূত্র: যুগান্তর