রবিবার , ৯ জুন ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

জুনে রেমিট্যান্সের পালে নতুন হাওয়া

Paris
জুন ৯, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা অর্থ পাঠাচ্ছেন স্বজনদের কাছে। আর ডলারে পাঠালেই বাড়তি দামের সঙ্গে মিলছে ২ দশমিক ৫ শতাংশ করে প্রণোদনা।

আর এতেই প্রবাসী আয়ের পালে বইছে নতুন হাওয়া। জুনের প্রথম সপ্তাহে এমন তথ্য মিলছে। সাত দিনে এলো ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৪৯৭ কোটি ৫৯ লাখ টাকা। প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে।

রোববার (০৯ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার ৭১৪ মার্কিন ডলার, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আগের মাস মে-তে ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল। সে মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছরের জুন মাসে প্রতিদিন দেশে এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা সর্বোচ্চ হারে প্রবাসী আয় পাঠিয়েছেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী আয় পাঠালে প্রতি ডলারে পেয়েছেন ১১০ টাকা ৫০ পয়সা। মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ‍প্রতি ডলারের দাম ১১৭ টাকা করার পর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে, যার প্রভাব পড়ে জুনের প্রথম সপ্তাহেও।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সরকারের মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

Spiring 2025 New Design

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য