রবিবার , ২৩ জুন ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গিবাদে জড়িতদের ৫৬ শতাংশই সাধারণ শিক্ষিত

Paris
জুন ২৩, ২০১৯ ১১:৫১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিবাদে জড়িয়ে পড়া যুবকদের অধিকাংশই ইন্টারনেট তথা ভার্চুয়াল দুনিয়া থেকে উদ্বুদ্ধ। সাম্প্রতিক সময়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ তথ্য জানায় পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)। এটিইউর এডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামান বলেছেন, জঙ্গিবাদের জন্য শুধু মাদরাসা শিক্ষাকে দোষ দিলেই হবে না। কারণ আমাদের হাতে আটক বেশিরভাগ জঙ্গিই সাধারণ শিক্ষা মাধ্যম থেকে এসেছে। পুলিশ সদর দপ্তরের এক গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জঙ্গিবাদে জড়িতদের ৫৬ শতাংশ সাধারণ শিক্ষা মাধ্যম (স্কুল-কলেজ) থেকে আসে।

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শনিবার ‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ তথ্য জানান তিনি। এন্টি-টেরোরিজম ইউনিটের উদ্যোগে কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিসের (সিডিপি) সহায়তায় এ কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয় এ কর্মশালায়।এটিইউ’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান আরও বলেন, হলি আর্টিজানে হামলা পরবর্তী সময়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেফতার ২৫০ জনের ওপর ভিত্তি করে এ গবেষণা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫৬ শতাংশ সাধারণ শিক্ষা মাধ্যম (স্কুল-কলেজ), ২২ শতাংশ মাদরাসা শিক্ষা মাধ্যম এবং বাকি ২২ শতাংশের কেউ নিরক্ষর অথবা ইংরেজি শিক্ষা মাধ্যম থেকে উঠে আসা। এদের ৮২ শতাংশ ইন্টারনেট অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও, বাকি ২০ শতাংশ সুপরিচিত ব্যক্তিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদে জড়ায়।

সর্বশেষ - শিক্ষা