রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

চূড়ান্ত বিচ্ছেদের পথে ব্র্যাড পিট-জোলি

Paris
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এক সময়ের এই তারকা দম্পতি ডিভোর্স ফাইল করার ৮ বছরের মাথায় বিচ্ছেদের দ্বারপ্রান্তে চলে এসেছেন। ২০১৬ সালে থেকে তাদের আইনি লড়াই শুরু হয়। সম্প্রতি দু’জনেই আদালতে তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস জমা দিয়েছেন। আইনগত বিচ্ছেদের জন্য এটি ছিল চূড়ান্ত পদক্ষেপগুলোর একটি।

গত দুই বছর ব্র্যাড পিট-জোলির আইনি লড়াইয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দুজনের কাছেই একাধিকবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস চাওয়া হলেও সাড়া মেলেনি। অবশেষে তারা জমা দিলেন।

জানা গেছে, ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তান। ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স এবং ভিভিয়েন বর্তমানে মায়ের সঙ্গেই আছে। সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই।

সিনেমায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এরপর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের।