বুধবার , ৫ জুলাই ২০২৩ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চীনে ভারী বর্ষণে ১৫ জনের প্রাণহানি

Paris
জুলাই ৫, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
এনবিসি।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট শি জিনপিং জনগণকে চরম আবহাওয়া থেকে রক্ষায় আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও উচ্চ তাপমাত্রা দেশের বিভিন্ন স্থানে দুর্দশা নামিয়ে এনেছে। অনেকে মনে করছেন, এটি বিশ্ব উষ্ণায়নের ফল।

চংকিং শহরে বন্যায় বহু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। বিভিন্ন সেতু ভেঙে গেছে। বাড়ি ও গাড়ি পানিতে ভেসে গেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ১৫ জনের প্রাণহানি হয়েছে। আর নিখোঁজ রয়েছেন চারজন।

চংকিং এর উত্তর পূর্বের জেলা ওয়াংঝুতে বন্যায় ২২৭ দশমিক ৮ মিলিয়ন ইউয়ান (৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার) সমপরিমাণ অর্থের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরে নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে এবং কোমরসমান পানির মধ্য দিয়ে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক