শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসে কমতির দিকে রেমিট্যান্স

Paris
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গত মাসের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স কমতে শুরু করেছে। প্রবাসীরা ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে দেশে পাঠিয়েছেন ৬৮ কোটি ৫৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মাসে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ২০ লাখ ডলার। দিনের গড় হিসাবে জানুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ৯৩ কোটি ৩৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, রেমিট্যান্স কমেছে আগের বছরের একই সময়ে তুলনায়ও। ২০২১ সালের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ডলারের। গেল বছরের ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে এসেছিল ১২৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার।

ধারাবাহিকভাবে রেমিট্যান্সের নিম্নমুখী প্রবণতা দেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমানো রোধে ২০২২ সালের ১ জানুয়ারি সরকার বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বৃদ্ধি করে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে।

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন অতিক্রম করেছিল, তারপরে এই পরিমাণ হ্রাস পেতে শুরু করে এবং চলতি বছরের ২৬ জানুয়ারি ৪৫ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য