শুক্রবার , ২৮ মে ২০২১ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোপনীয়তা ক্ষুণ্ন করছে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি

Paris
মে ২৮, ২০২১ ১:০৬ অপরাহ্ণ

চেহারা শনাক্তকরণ প্রযুক্তি গোপনীয়তা ক্ষুণ্ন করছে এবং এর অপব্যবহার হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা সংগঠনগুলো। গতকাল বৃহস্প্রতিবার পাঁচটি ইউরোপীয় দেশের নিয়ন্ত্রক সংস্থার কাছে সংগঠনগুলো ক্লিয়ারভিউ এআইর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেছে। কম্পানিটি একটি শক্তিশালী চেহারা শনাক্তকরণ ডাটাবেইস গড়ে তুলেছে ওয়েব থেকে সংগ্রহ করা ছবি নিয়ে। ক্লিয়ারভিউ এসব ছবি কাজে লাগাচ্ছে, এমনকি সামাজিক মাধ্যমে যাদের অ্যাকাউন্ট আছে তাদের ছবিও সংগ্রহ করে নিচ্ছে।

এসব ছবি তারা বায়োমেট্রিক সেবাদাতা থেকে শুরু করে প্রাইভেট কম্পানি এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিচ্ছে। যদিও ক্লিয়ারভিউ বলছে প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা দিচ্ছে। কিন্তু সমালোচকরা বলছেন, চেহারা শনাক্তকরণের বিষয়টি অপব্যবহারের যথেষ্ট শঙ্কা রাখে। ব্যক্তির গোপনীয়তা বলে কিছু থাকছে না। তাদের মতে, এটি চীনের ব্যাপক নজরদারির মতো।

প্রাইভেসি ইন্টারন্যাশনালের আইন কর্মকর্তা ইয়োনিস কোভাকাস বলেন, ‘তারা অনলাইনে থাকা সবার ছবি সংগ্রহ করে নিচ্ছে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি