শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে জঙ্গীবাদবিরোধী সভা

Paris
আগস্ট ৬, ২০১৬ ৮:৪৭ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হুজরাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন।

index.jpg6

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগ্রাম ইউপির চেয়ারম্যান প্রভাষক মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোজাহার আলী, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা ওলামায়ে মাশায়েক পরিষদের আহ্বায়ক ও হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

index

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আন্দোলন সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে মানুষ হত্যার কাজে লিপ্ত হয়েছে। এজন্য কুচক্রি মহল স্কুল কলেজের শিক্ষার্থীদের ধর্মের ভূল ব্যাখ্যা বুঝিয়ে হত্যা কাণ্ডের সাথে জড়িয়ে ফেলছে।

বক্তারা প্রতিটি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি জঙ্গিবাদ থেকে দূরে থাকতে সচেতন থাকার আহ্বান জানান, সেইসাথে শিক্ষার্থীরা যাতে পড়ালেখায় ভালভাবে মনোনিবেশ করে সেইজন্য অভিভাবকদের প্রতি দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান।

স/আর

সর্বশেষ - শিক্ষা