শুক্রবার , ১১ ডিসেম্বর ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কৃষক বিক্ষোভ না ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, ধারণা নেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর!

Paris
ডিসেম্বর ১১, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ

ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকান কংগ্রেসেও এই প্রসঙ্গে প্রস্তাব পেশ হয়েছে। কিন্তু দেখা গেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এ বিষয়ে কোনো ধারণাই নেই।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে লেবার দলের এমপি তনমনজিৎ সিংহ ঢেসি ভারতে কৃষক বিক্ষোভের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘এ বিষয়ে আপনার কী মত?’
উত্তরে বরিস জনসন বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছে তা সত্যিই উদ্বিগ্নজনক। কিন্তু এটি দ্বিপাক্ষিক বিষয়। আমাদের এতে নাক না-গলানোই ভাল।’

প্রধানমন্ত্রীর এ মন্তব্য শুনে হতভম্ব হয়ে যান এমপি। তবে তখন তিনি এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। পরে টুইট করেন, ‘মুখ খোলার আগে বিষয়টি সম্বন্ধে একটু ওয়াকিবহাল হওয়া উচিত প্রধানমন্ত্রীর।’

পরে বরিস জনসনের মুখপাত্র এক বিবৃতি জারি করে বলেন, ‘এমপি ঢেসির প্রশ্নটি ঠিক মতো শুনতে পাননি প্রধানমন্ত্রী জনসন। তবে ভারতে কৃষক আন্দোলনের উপরে নজর রেখেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।’

সরকারি স্তরে এই প্রথম জানানো হল যে, ব্রিটেন ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে ওয়াকিবহাল রয়েছে। গত সপ্তাহেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ফরেন, কমনওয়েলথ এবং ডেভলপমেন্ট দফতর থেকে জানানো হয়েছিল, কৃষক আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এই নিয়ে কোনো মন্তব্য করবে না তারা।

 

সর্বশেষ - আন্তর্জাতিক