রবিবার , ২১ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘কম কথা বলো, আন্তরিকতার সঙ্গে কাজ করো’

Paris
আগস্ট ২১, ২০১৬ ৮:৩৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। এখন পর্যন্ত তার দুটি সিনেমা মুক্তি পেলেও ইন্ডাস্ট্রিতে নিজেকে পাকাপোক্ত করতে অনেকখানিই এগিয়ে তিনি।

বর্তমানে এ অভিনেতা তার পরবর্তী সিনেমা অ্যা ফ্লাইং জ্যাট এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর প্রচারণার বিষয়টি খুবই কষ্টের বলে মনে করছেন এ অভিনেতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, প্রচারণার জন্য আমাদের অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। আমরা সব সময় ছুটোছুটির মধ্যেই আছি। আমরা বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছি না।’

 

বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠছেন টাইগার শ্রফ। তিনি মনে করেন ড্যান্সিং এবং অ্যাকশন দৃশ্যের কারণেই তিনি এ জনপ্রিয়তা পাচ্ছেন। কারাতে এবং নাচ জানার কারণে তার কাছে বিষয়টি অনেক সহজ হয়েছে বলে তিনি মনে করেন। আর বলিউডে তার আজকের এই অবস্থানের জন্য তিনি সম্পূর্ণ অবদান দিচ্ছেন তার বাবা-মা এবং তার প্রথম সিনেমার পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালাকে।

 

এ প্রসঙ্গে টাইগার বলেন, ‘যদি সাজিদ নাদিয়াদওয়ালা আমাকে সুযোগ না দিতেন তাহলে আমাকে কেউ চিনতই না। পাশাপাশি আমার বাবা-মায়ের ভালোবাসা এবং সহযোগিতার কারণেই আজ আমি ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছি।’

 

পরিবারের কাছ থেকে কী উপদেশ পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কম কথা বলো, যথাযথভাবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করো।’

 
বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে টাইগার বলেন, ‘আমি অ্যাকশন-রোমান্টিক সিনেমা করেছি, কিন্তু অ্যা ফ্লাইং জ্যাট একটি অ্যাকশন-কমেডি। আমি চাই বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করতে। যাতে কেউ আমাকে অন্য কারো সঙ্গে তুলনা করতে না পারেন।’

 
তিনি আরো বলেন, ‘আমি অনেক সুযোগ পাচ্ছি এবং বলিউডে টিকে থাকার যথার্থ চেষ্টা করে যাব।’

বাবা জ্যাকি শ্রফের অনেক বড় ভক্ত দাবি করে টাইগার বলেন, ‘আমি তার পারিন্দা  সিনেমা দেখে অনেক ভয় পেতাম। তাকে যখন মারধর করত তখন কাঁদতাম। কিন্তু এখন বুঝতে পারি সেগুলো সত্যি ছিল না।’

 
বাড়িতে থাকলেও মাকে অনেক বেশি মিস করেন টাইগার। কারণ শুটিং নিয়ে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকতে হয় তাকে।

 
‘আমার মা আমাকে সবসময় সঠিক কাজের জন্য অনুপ্রেরণা দিয়েছেন। কিন্তু তাকে খুব বেশি সময় দিতে পারি না। আমি ছুটি পেলেই তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি।’, বলেন এ অভিনেতা।

 

অ্যা ফ্লাইং জ্যাট সিনেমাকে ঘিরে টাইগারের বিশ্বাস এটি ব্লকবাস্টার হবে। তিনি বলেন, ‘এই সিনেমার মূল অলোচ্য বিষয় হলো অতিমানবীয় শক্তিই সব নয়। যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। শিশুরা আমার সিনেমা খুব পছন্দ করবে। আমি যখন ছোট ছিলাম তখন সুপারহিরোদের নিয়ে সিনেমা খুব পছন্দ করতাম। পর্দায় সুপারহিরো চরিত্রে অভিনয় করে আমার স্বপ্নপূরণ করতে পারায় আমি ভীষণ খুশি।’

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - বিনোদন