রবিবার , ১২ আগস্ট ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কনডোম নিয়ে এই চারটি কাজ কখনই নয়!

Paris
আগস্ট ১২, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

কনডোম নিয়ে আমাদের বিভিন্ন ধারণাকে নিয়ে সরব হল মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, মার্কিন দেশের যৌনসক্ষম নাগরিকদের মধ্যে প্রচলিত কয়েকটি ধারণা ও প্রবণতাকে নিয়ে সরব হয়েছেন এই সংস্থার বিজ্ঞানীরা। টুইটে তাঁরা জানিয়েছেন, লোকে এই কাজগুলি করে বলেই তাঁরা সাবধান হতে বলছেন।

প্রসঙ্গত, ভারতের মতো দেশেও কনডোম নিয়ে বিস্তর ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। এই ধারণাগুলি অধিকাংশ ক্ষেত্রেই বিপজ্জনক। যৌন রোগের সংক্রমণ রুখতে এবং সুস্থ যৌনজীবন যাপন করতে সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর বিজ্ঞানীরা কনডোম নিয়ে চারটি কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে এই চারটি পরামর্শ মানলে এইচআইভি, জিকা, ইবোলা-র মতো রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। তাঁদের মতে,

• কনডোম কখনই পার্স, মানিব্যাগ বা ওয়ালেটে রাখবেন না। পকেটে রাখা পার্স বা মানিব্যাগের গরমে এবং ঘষা লেগে কনডোম নষ্ট হয়ে যেতে পারে। মনে রাখা দরকার, অতিরিক্ত তাপ ও ঘষাঘষি কনডোমের শত্রু। এতে কনডোমের কার্যকারিতা বিনষ্ট হয়।

• বেবি অয়েল, পেট্রোলিয়াম জেলি বা অন্য লুব্রিক্যান্ট সহযোগে কনডোম ব্যবহার কখনই নয়। কনডোমের নিজস্ব পিচ্ছিলতা এতে নষ্ট হয়। সেই সঙ্গে তার ল্যাটেক্সও ক্ষতিগ্রস্ত হয়। ফলে তার যৌন রোগ প্রতিরোধক্ষমতাও বিনষ্ট হয়।

• অনেকেই অতিরিক্ত নিরাপত্তা ঘটবে ভেবে একসঙ্গে একাধিক কনডোম ব্যবহার করেন। এটি একেবারেই এক ভ্রান্ত ধারণা। দু’টি কন্ডোমে ঘষা লেগে দু’টির কার্যকারিতাই নষ্ট হয়।

• কন্ডোম ধুয়ে পুনর্ব্যবহার একেবারেই ঠিক কাজ নয়। এতে কনডোমটি পুরোপুরিই বিনষ্ট হয়। নষ্ট হয়ে যাওয়া কনডোমের পক্ষে গর্ভাধান রোধ বা যৌন রোগের সংক্রমণ রোধ— কোনওটিই সম্ভব নয়।

সর্বশেষ - লাইফ স্টাইল