যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে মুসলমান সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদুল ফিতর পালন করেছে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন্ রাজ্যের একাধিক মসজিদ ও কমিউনিটি সেন্টারে কয়েকদফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো বাংলাদেশী কমিউনিটির আয়োজনে ঈদুল ফিতরের জামাত হয় অনুষ্ঠিত হয়। ভার্জিনিয়া আর্লিংটন বায়তুল মুকাররম মসজিদে সকাল ৯ টা ও সাড়ে ১০টায় পৃথক দুটি জামাতের আয়োজন করা হয়।
করোনা মহামারির কারণে ওয়াশিংটন ডিসির জাতীয় মসজিদ ইসলামিক সেন্টারকে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ ইসলামিক সেন্টার আয়োজিত কাউন্টি ফুটবল মাঠে বিশাল ঈদের ২ টি জামাত হয়। যেখানে বাংলাদেশীসহ সহস্রাধিক ধমর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশ নেয়।
ঈদ জামাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন প্রবাসী মুসলিম বাংলাদেশিরা। একইসাথে সিয়াম সাধনার পরে ঈদের নামাজের অংশ নিয়ে ইহকালীন জীবনের ক্ষমা, পরকালীন জীবনের মুক্তি ও ফিলিস্তিনসহ মুসলমানদের জন্য সাহায্যে কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।
এছাড়া, দারুল হিকমা ইসলামিক সেন্টার আয়োজিত সকাল ৮টা ও সকাল ১০টায় দুটো জামাত হয়। উডব্রিজ দার আল সালাম আয়োজিত ৪টি জামাত হয়। সবচেয়ে বেশী ঈদ জামাতের আয়োজন করে এডামস সেন্টার । এডামস স্টারলিং এর ৫ টি শাখায় ২০টি ঈদ জামাত হয়। উল্লেখ্য এই ৫ টি শাখায় নিয়মিত জুম্মার নামাজ হয়।
ওয়াশিংটনের মতো একইভাবে যুক্তরাষ্ট্রে অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সিটির কুইন্স বরোর জ্যামাইকায়। জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত এই জামাতে শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে নর-নারী ও বয়োবৃদ্ধ সর্বস্তরের প্রায় ১৫ হাজার মুসল্লী অংশ নেন।
জর্জিয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ডাউন টাউন আটলান্টায় আল ফারুক মসজিদ অব আটলান্টায় । সেখানে চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় সকাল আটটায়, তৃতীয় সকাল সাড়ে আটটায় এবং ৯টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে কানেকটিকাট রাজ্যে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হার্ডফোর্ডে মসজিদ আল মুস্তাফায় । সকাল সাতটা ও সকাল ন’টায় দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মিডটাউন ইসলামিক কালচারাল সেন্টারে পৌনে আটটা ও সাড়ে আট্টায় দু’টি জামাত অনুষ্ঠিত হয় ।
এ ছাড়াও রাজ্যের বিভিন্ন মসজিদ ও খোলা আকাশের নিচে একাধিক জামাত অনুষ্ঠিত হয় । এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সুত্রঃ নিউজবিডিইউ