রবিবার , ৪ আগস্ট ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এক দফা দাবিতে রাণীনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

Paris
আগস্ট ৪, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে রাণীনগর ছাত্র আন্দোলন পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টায় সদরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মিছিলটি রাণীনগর বাজার হয়ে উপজেলা গোলচত্বরে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন এবং এক দফা সরকারের পদত্যাগের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি জানান তারা।

এরপর সেখান থেকে হাসপাতাল গেট হয়ে আবারও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাণীনগর বাজারের বিজয়ের মোড়ে এসে অবস্থান নেয় এবং সমাবেশ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ - রাজশাহীর খবর