শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঋর কথার দাম নেই, ক্ষোভ উগরে দিলেন রচনা ও পুষ্পিতা

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঋতুপর্ণা সেন ওরফে টালিউডে যাকে সবাই ঋ সেন বলেই চেনেন। এবার তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ও পুষ্পিতা মুখোপাধ্যায়। তারা কী জানালেন সহ-অভিনেত্রীর ব্যাপারে?

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ঋতুপর্ণা সেন ওরফে টালিউডে ‘ঋ সেন’ বলেই যাকে চেনেন, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে অভিযোগ জানালেন রচনা বন্দ্যোপাধ্যায় ও পুষ্পিতা মুখোপাধ্যায়। দিদি নাম্বার ওয়ান ও তার বন্ধুর দাবি ঋ সেন নাকি কথা দিয়ে কথা রাখেন না। কিন্তু কেন এমনটি বললেন তারা? সবাই জানেন ঋ সেন ভীষণই স্পষ্ট বক্তা। বলা ভালো— যাকে বলে ঠোঁটকাটা অভিনেত্রী। কিন্তু এমন সময় তার বিরুদ্ধে কথার খেলাপ করার অভিযোগ তুললেন রচনা বন্দ্যোপাধ্যায় ও পুষ্পিতা মুখোপাধ্যায়, যখন ঋ সেন ও পুষ্পিতা দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিলেন।

দিদি নাম্বার ওয়ানে এসেই পুষ্পিতা মুখোপাধ্যায় অভিযোগ করে জানান, ঋ সেন নাকি তার বাড়িতে নেমতন্ন করবেন বলেও শেষ পর্যন্ত করেন না। একই সঙ্গে অনুযোগের সুরে রচনাও ঋ সেনকে বলেন, ‘তুই তো আমায় তোর বাড়িতে ডাকবি বলেও ডাকিসনি। এখনো তো নেমন্তন্ন পেলাম না।

রচনার এ কথাকে ঋ সেনের বাকি সহকর্মীরা সমর্থন করেন। লজ্জা পেয়ে ঋ জানান— তিনি ডাকবেন নিশ্চয়ই সবাইকে। যদিও রচনার উদ্দেশে বলেন, ‘তুমি তো বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে থাকো, তাই তোমায় ডাকতে লজ্জা পেয়েছি।

প্রসঙ্গত ঋ সেন অভিনেত্রী হলেও সাধারণভাবেই জীবনযাপন করেন। অনাড়ম্বর জীবনযাপন তার পছন্দের। এতদিন মায়ের সঙ্গেই থাকতেন ঋতুপর্ণ সেন। তবে স্বামী মৃত্যুর পর আপাতত একাই থাকেন তিনি।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন