বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসরাইলি জাহাজে ড্রোন হামলা করেছে ইরান: যুক্তরাষ্ট্র

Paris
নভেম্বর ১৭, ২০২২ ৮:৩৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওমানের পানিসীমায় ইসরাইলি মালিকাধীন একটি তেলবাহী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ দাবি করেন। তিনি বলেন, এমভি প্যাসিফিক জিরকন নামে ইসরাইলি জাহাজটিতে মঙ্গলবার ড্রোন হামলা চালায় ইরান। খবর সিএনএন ও আল-আরাবিয়ার।

জাহাজটি আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকাবাহী ছিল।মঙ্গলবার ভোরে ওমান উপকূলের কাছে ওই তেলের জাহাজে হামলা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের এক ব্যবসায়ী ও ধনকুবের জাহাজটির মালিক।ড্রোন হামলায় হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের আগেই ইসরাইল দাবি করে আসছে, ইরান আত্মাঘাতী ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে। তবে, এ ব্যাপারে ইরানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নৌবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক সংস্থা জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাজ্য অবহিত আছে এবং এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক