মঙ্গলবার , ২ জানুয়ারি ২০১৮ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা

Paris
জানুয়ারি ২, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির পর দাবি আদায়ে আমরণ অনশন করছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তবে টানা অনশনের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন।

সোমবার (০২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচদিনের অবস্থান কর্মসূচির পর টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

কর্মসূচির আয়োজন করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

টানা তিনদিন অনশনের কারণে এরইমধ্যে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেককেই স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

অনশনরত নোয়াখালীর একটি কলেজের প্রভাষক সোলেমান বলেন, মৃত্যু হলেও আমরা দাবি আদায়ে পিছ পা হবে না। বেতন ছাড়া জীবন-মৃত্যুর সমান। দাবি আদায়ের বাইরে আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। শিক্ষামন্ত্রী এলে তার কাছে কোনো আশ্বাস নয়, সুনির্দিষ্ট সমাধান চাই।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দাবির বিষয়ে বলেন, দীর্ঘদিন থেকে এমপিও আদায়ের লক্ষ্যে জেলা, বিভাগ ও ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করলেও আদায় করা সম্ভব হয়নি। বরং বিভিন্ন আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আমরা রাজপথ ছাড়বো না।

ফেডারেশনের নেতারা জানান, দেশে স্বীকৃতিপ্রাপ্ত পাঁচ হাজারের মতো নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যাতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা এক লাখের বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখের বেশি শিক্ষার্থী শিক্ষা নিচ্ছে। অনেকেই ১৫-২০ বছর বিনা বেতনে কাজ করে মানবেতর জীবন-যাপন করছেন।

বাংলানিউজ

সর্বশেষ - জাতীয়