রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারও ঈদে বুবলীর সঙ্গী আদর আজাদ!

Paris
নভেম্বর ১৭, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। একমাত্র ঈদ উৎসবেই সিনেমার দর্শক দেখা যায়। বন্ধ থাকা পুরোনো প্রেক্ষাগৃহ চালু হয় ঈদ এলেই। ব্যবসায়িকভাবে লগ্নিকারকরাও আশায় বুক বাঁধেন এ সময়। তাই ঈদকে সামনে রেখে এবারও শুরু হয়েছে সিনেমা তৈরির উৎসব।

আগামী ঈদুল ফিতরে এরই মধ্যে শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ অভিনীত সিনেমা আসছে, এমন খবর আগেই জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাদের সিনেমা ঈদেই আসছে সেটি নিশ্চিত করছেন সংশ্লিষ্ট অনেকেই।

সম্ভাব্য সিনেমাগুলোর সঙ্গে এবার ঈদে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি ‘পিনিক’ নামে একটি সিনেমার অফিসিয়াল পোস্টার তাদের ফেসবুক পেজে শেয়ার করে এ বার্তা দেওয়া হয়।

পোস্টারে দেখা যায় আদর আজাদকে। তবে নায়িকা কে সেটি নিশ্চিত করেননি প্রযোজনা প্রতিষ্ঠান। বিভিন্ন সূত্রে জানা গেছে, এতে আদরের সঙ্গে জুটি বাঁধছেন শবনম বুবলী। আখিউজ্জামান মেননের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাহিদ জুয়েল।

নির্মাতা জানালেন, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। কক্সবাজারের রামু এলাকায় গোপনীয়তা রক্ষা করে চলছে শুটিং। ২ নভেম্বর থেকে শুরু হওয়া এ সিনেমার শুটিং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এটি মূলত সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার গল্পের সিনেমা। বেশ কয়েক মাস প্রস্তুতির পর আমরা এখন শুটিং করছি। ঈদের একটা সিনেমায় দর্শক যা যা চান, এতে তার সবই থাকবে সে প্রতিশ্রুতি দিতে পারি।’

তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ বুবলী। অফিসিয়াল ঘোষণার আগে তিনি কিছুই বলতে চান না। প্রসঙ্গত, আদর-বুবলী জুটির এটি তৃতীয় সিনেমা। এর আগে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ও সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ নামে দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা।

অন্যদিকে বুবলীর ঈদ ভাগ্য বরাবরই প্রসন্ন। ক্যারিয়ারের অভিষেক সিনেমা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় প্রতি ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। এটি এককভাবে কোনো নায়িকার জন্য অবশ্যই সুখময় পথচলা।

 

সূত্র: যুগান্তর