করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সুবিধাবঞ্চিত আফ্রিকা মহাদেশেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। বিষয়টি নিয়ে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আফ্রিকা মহাদেশে সংক্রমণ বাড়ায় সেখানে দ্রুত স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আর সে লক্ষ্যে তাদের জরুরি সাহায্য-সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেছেন, আমি খুবই শঙ্কিত এখন। কারণ, আফ্রিকা মহাদেশে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বিষয়টিকে গুরুত্বসহকারে নেওয়া উচিত আমাদের। যেসব দেশে সংক্রমণ বাড়ছে সেগুলোর অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থাই ভঙ্গুর। রয়েছে অন্তঃকোন্দল ও যুদ্ধ। করোনার বিরুদ্ধে লড়তে অনেক দেশেরই জরুরি সাহায্য-সহযোগিতা প্রয়োজন।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন