শনিবার , ২৬ আগস্ট ২০১৭ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ২

Paris
আগস্ট ২৬, ২০১৭ ৫:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে একটি মাছবোঝাই পিকআপের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুজন। এরা সবাই পিকআপের যাত্রী ও চালক।

রাজশাহী-জয়দেবপুর রেললাইনের বক্তারপুর নামক স্থানে একটি অবক্ষিত রেল ক্রসিংয়ে দুপুর আড়াইটার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস, কালিয়াকৈর থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিকেল ৪টার সময় সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি রেললাইন থেকে সরানোর পর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যর উদ্দেশে পুনরায় ছেড়ে আসে।

কালিয়াকৈর থানার এসআই নজরুল ইসলাম ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়