শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অজুহাত খুঁজছেন না আনচেলত্তি

Paris
আগস্ট ৩১, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তিন ম্যাচে এক জয় ও দুই ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা ধরে রাখতে এমন শুরু রিয়ালের কাছে অপ্রত্যাশিতই। সবশেষ লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। এই ম্যাচের পর নিজেদের এমন বিবর্ণতা মেনেই নিলেন কোচ কার্লো আনচেলত্তি। তাই কোনো অজুহাত দেওয়ার পক্ষে নন তিনি।

রিয়ালের জার্সিতে অভিষেকটা দারুণভাবে রাঙালেও এরপর নিজেকে হারিয়ে খুঁজছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় তিন ম্যাচ খেলে এখনো গোল পাননি এই ফরোয়ার্ড। বাজে পারফর্ম করলেও তার ওপর আস্থা হারাচ্ছেন না আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ‘প্রথমার্ধ বাজে ছিল। আমাদের জন্য গোল পাওয়া কঠিনই ছিল। তাই আমাদের ধুঁকতে হয়েছে। দলের মধ্যে সমন্বয় ছিল না, বল নিয়ে দ্রুত আক্রমণে উঠতে পারিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া কঠিন ছিল আমাদের জন্য। আমি দলের মধ্যে কোনো উন্নতি দেখিনি। আমাদের খুব দ্রুতই উন্নতির উপায় খুঁজতে হবে এবং আমার মনে হয় আমরা সেটা খুঁজে পাব।’

‘এটা পরিষ্কার গত মৌসুমের ছন্দ খুঁজে পেতে কষ্ট হচ্ছে আমাদের। তবে আমাদের অজুহাত খুঁজলে চলবে না। ব্যস্ত সূচির মধ্যে আমাদের দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে। কারণ রবিবার আরেকটি ম্যাচ আছে আমাদের। আমার স্বচ্ছ পরিকল্পনা দরকার।’

 

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা