সিল্কসিটিনিউজ ডেস্কঃ
বসুন্ধরা কিংসের হ্যাটট্রিক শিরোপার পথে একটা বাধার সৃষ্টি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা নিজেদের মাঠে কিংসকে রুখে দিলে বেশ সুবিধা হয়েছিল আবাহনীর। কিন্তু আবাহনী সেই সুবিধা ধরে রাখতে পারেনি- পরের ম্যাচেই হেরে যায় সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে।
তখন সমীকরণ দাঁড়ায় বাকি চার ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন কিংস। সেই ৬ পয়েন্টের ৩ পয়েন্ট তারা ঝুলিতে পুরেছে বৃহস্পতিবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে।
গত দুইবারের চ্যাম্পিয়নদের সঙ্গে শিরোপার দূরত্ব এখন মাত্র ৩ পয়েন্ট। শেষ ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া এখন কিংসের সময়ের ব্যাপার মাত্র।
কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী আবাহনী যদি ১৪ জুলাই তাদের পরের ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে যায় তাহলে বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন হতে আর পয়েন্টও লাগবে না।
কারণ তখন আবাহনী বাকি তিন ম্যাচ জিতলেও কিংসকে টেক্কা দিতে পারবে না। বসুন্ধরা কিংস ৪৮ পয়েন্ট নিয়েই জিতে যাবে হ্যাটট্রিক শিরোপা। আবাহনীর পয়েন্ট এখন ৩৮।
শিরোপার মিশনে এই ম্যাচে বড় একটা চ্যালেঞ্জ ছিল বসুন্ধরা কিংসের জন্য। মারুফুলের হকের দলের কাছে হেরে গেলে আবার শিরোপা লড়াইয়ে দুর্দান্তভাবে ফিরে আসবে আবাহনী। কিন্তু বসুন্ধরা কিংস সেটা হতে দেয়নি।
১-০ গোলে চট্টগ্রাম আবাগনীকে হারিয়ে চলে গেলো শিরোপার আরও কাছে। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। ৫২ মিনিটে ব্রাজিলের মিগুয়েলের ডিফেন্সচেরা পাস ধরে গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারং গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠিয়েছেন।
সুত্রঃ জাগো নিউজ