মঙ্গলবার , ২৫ জুন ২০১৯ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

Paris
জুন ২৫, ২০১৯ ১০:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের অভিযানে হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পোলাডাঙ্গা এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৮৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। মঙ্গলবার সাড়ে বারোটার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন পোলাডাঙ্গা এলাকার মৃত শাইফুদ্দিনের ছেলে আজহারুল ইসলাম ওরফে জ্যোতি (৫০)।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল জেলার সদর থানাধীন পোলাডাঙ্গা এলাকায় মঙ্গলবার সাড়ে বারোটার দিকে অভিযান চালায়। এসময় ৫৮৫ গ্রাম হেরোইনসহ আজহারুল ইসলাম ওরফে জ্যোতিকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে জ্যোতির বাড়ীতে দুইজন ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় হেরোইনসহ হাতেনাতে জ্যোতিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব। আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় র‌্যাব।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর