সংযুক্ত আরব আমরিআতে চলতি আইপিএলের লিগ তালিকায় নীচে পৌঁছে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সাত ম্যাচের ৬ টিতেই তারা হেরে গেছে। তাদের জন্য এখন প্লে অফে ওঠা আক্ষরিক অর্থেই কঠিন হয়ে গেছে। অধিনায়ক লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল ব্যাট হাতে ছন্দে থাকলেও দল হিসাবে প্রত্যাশা পূরণ করতে পারছে না কিংস ইলেভেন। শনিবারের ম্যাচেও কেকেআরের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে।
কিংস ইলেভেন যখন কেকেআরের কাছে হার হজম করছে, তখন ক্রিস গেইলকে হাসপাতালের বিছানায় শুয়ে সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে স্ট্যাটাস দিচ্ছিলেন। তিনি লিখেন, ‘সবাইকে বলে রাখছি, লড়াই ছাড়া এক পা পিছু হঠব না। আমি ইউনিভার্স বস, এই সত্যিটা বদলে যাবে না। তোমরা আমার কাছ থেকে শিখতে পার। আমাকে প্রতি পদক্ষেপে তোমাদের ফলো করা উচিত। আমার স্টাইল তোমরা কখনো ভুলে যেও না। আমার প্রতি ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ।’
এখন পর্যন্ত আইপিএলে দেখা যায়নি গেইলকে। এর আগে কিংস কোচ অনিল কুম্বলে বলেছিলেন, সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেই গেইলকে নামানোর পরিকল্পনা ছিল। তবে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে তিনি খেলতে পারেননি। গেইলের অনুপস্থিতি নিয়ে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারাও অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘ক্রিস গেইল একটা ফ্যাক্টর। আমি সত্যি হতাশ। ক্রিস জর্ডনও আইপিএলে ভালো খেলতে পারছে না। গেইলের সঙ্গে ব্যাটিং অর্ডার সাজালে দলে অতিরিক্ত একটা বিষয় আসে।’