বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হারের জন্য নিজেকেই দুষলেন শান্ত

Paris
নভেম্বর ৭, ২০২৪ ৭:১৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। যদিও একসময় মনে হচ্ছিল সহজ জয় পাচ্ছে শান্তবাহিনী। দুই উইকেটে ১২০ রান তুললেও হঠাৎ খেই হারিয়ে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে শেষ ৮ উইকেট। অবিশ্বাস্যই বলা যায়! এ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে এল আফগানরা।

ম্যাচ শেষে আফগানিস্তানের ব্যাটসম্যানদের প্রশংসা করে শান্ত বলেন, ‘প্রথম ১৫ু২০ ওভার আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারগুলোয় নিজেদের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। নবী দারুণ ব্যাটিং করেছে। আমাদের খুব বেশি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল না। উইকেট বোলারদের যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু শহীদি ও নবী খুবই ভালো ব্যাটিং করেছে।’

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আমার উইকেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে সেট ছিলাম, আমার ইনিংস আরও লম্বা হওয়া উচিত ছিল। আফগানিস্তানের সব সময় রহস্য স্পিনার থাকে। আজ সেও (গজনফর) খুব ভালো বোলিং করেছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দিনটা আমাদের ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। তবে হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ফিফটিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।

নবি ৭৯ বলে ৮৪ ও হাশমতউল্লাহ ৯২ বলে ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৪টি করে উইকেট।
২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য।

৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ৪৫ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত।

তবে দলীয় ১২০ রানে ৬৮ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তার বিদায়ের পরই ধস নামে ব্যাটিং লাইনে। মাত্র ২৩ রানের মধ্যে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজ ২৮,মাহমুদউল্লাহ রিয়াদ ২, মুশফিকুর রহিম ১, রিশাদ হোসেন ১, তাওহিদ হৃদয় ১১ শরিফুল ১ ও রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদ সাজঘরে ফিরে যান। এতেই ৩৪ অভার ৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে গজানফর নেন ৬টি উইকেট।

আগামী ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে এখন বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ (গুরবাজ ৫, সেদিকউল্লাহ ২১, রহমাত ২, শহিদি ৫২, ওমরজাই ০, নাইব ২২, নবি ৮৪, রশিদ ১০, খারোতে ২৭*, গজনফর ০, ফারুকি ০; শরিফুল ১/৩৪, তাসকিন ৪/৫৩, মোস্তাফিজ ৪/৫৮, মিরাজ ০/৩০, রিশাদ ০/৪৪, মাহমুদউল্লাহ ০/১১)।

বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৪৩ (তানজিদ ৩, সৌম্য ৩৩, শান্ত ৪৭, মিরাজ ২৮, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ২, মুশফিক ১, রিশাদ ১, তাসকিন ০, শরিফুল ১, মুস্তাফিজ ৩*; ফারুকি ০/২২, গাজানফর ৬/২৬, নাবি ১/২৩, ওমারজাই ১/১৬, নাইব ০/৯, রাশিদ ২/২৮, খারোটে ০/১৬)।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা