বুধবার , ৭ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হাতের ভঙ্গি যখন ভাষা

Paris
সেপ্টেম্বর ৭, ২০১৬ ১০:০৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভাষা মানুষকে দলবদ্ধ করে এবং নতুন কোনো ভাষা শেখা সবসময়ই উত্তেজনাপূর্ণ।

আমাদের মধ্যে অনেকেই ফরাসি ভাষার প্রতি মুগ্ধ হই, অনেকে চীনা ভাষা শিখতে আগ্রহী, অনেকে ইতালি যেতে চাই। যা হোক, যোগযোগ করতে শব্দ সবসময় একটি পূর্বশর্ত নয়। ইঙ্গিতও অনেক সময় স্থান নিতে পারে শক্তিশালী যোগাযোগে।

মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষার প্রতি আমরা আগ্রহী হই ক্যারিয়ারের স্বার্থে কিংবা অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগের স্বার্থে। অর্থাৎ নিজের উপকারের জন্য আমরা অন্য দেশের ভাষাও শিখে থাকি।

 
এখন যদি আপনাকে বলি যে, এমন একটি ভাষা শিখতে যেটা অন্যের উপকারে আসবে? হ্যাঁ, ইশারা ভাষার (সাইন ল্যাঙ্গুয়েজ) কথাই বলছি।

 
একজন শ্রবণ প্রতিবন্দ্বীর জীবন অনেকটাই চ্যালেঞ্জের। একটু কল্পনা করুন তো, তাদের জীবনটা কতটা সহজ হয়ে উঠবে যদি সকলেই সাইন ল্যাঙ্গুয়েজ জানে।

এ প্রতিবেদনে হাতের ইশারা ভাষার কিছু বেসিক ভঙ্গি দেওয়া হলো, যা শিখে রাখাটা শ্রবণ প্রতিবন্দ্বীর সঙ্গে ভালো যোগাযোগ করতে সহায়ক হবে।

Handকে এবং কী- প্রকাশ ভঙ্গি
Handকখন এবং কীভাবে- প্রকাশ ভঙ্গি

Handকোথায় এবং কেন- প্রকাশ ভঙ্গি

Handকোনটি এবং শোনা- প্রকাশ ভঙ্গি

Handদরজা খোলা এবং দরজা বন্ধ করা- প্রকাশ ভঙ্গি

Handহ্যাঁ এবং চুপ- প্রকাশ ভঙ্গি

Handপানীয় এবং না- প্রকাশ ভঙ্গি

Handতাকান এবং খাওয়া- প্রকাশ ভঙ্গি

Handপানি এবং ঘুম- প্রকাশ ভঙ্গি

Handপথ চলা এবং ভালোবাসা- প্রকাশ ভঙ্গি

Handবিপরীতে এবং আলাপ- প্রকাশ ভঙ্গি

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - লাইফ স্টাইল