রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হাইতির প্রেসিডেন্ট হত্যা : সাবেক সিনেটর আটক জ্যামাইকায়

Paris
জানুয়ারি ১৬, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ

হাইতির সাবেক একজন সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন ওই ব্যক্তি।

জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফকে আটক করা হয়েছে।

গত বছরের ৭ জুলাই হাইতির রাজধানীতে মোইসেকে তার বাসভবনে বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে।

অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস। জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআই।

মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলছে, হাইতি পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে ১২৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে। তাতে উল্লেখ রয়েছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে।

প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জানা গেছে, হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্টদেরও হত্যার হুুমকি দেওয়া হয়েছে। নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক