শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হজে গিয়ে ৩৩ বাংলাদেশির মৃত্যু

Paris
সেপ্টেম্বর ৯, ২০১৬ ১০:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবে হজ করতে গিয়ে অসুস্থ হয়ে ৩৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো ১৭ জন। শুক্রবার বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় হজ বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

 

বুলেটিনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ, নয়জন নারী। এদের মধ্যো ২৪ জন মক্কায়, আটজন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।

 

গত ৪ আগস্ট বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছানোর পর ৭ আগস্ট সেখানে প্রথম বাংলাদেশির মৃত্যু হয়। বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৯৯টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশের ১ লাখ ১ হাজার ৮২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন।

 

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ১৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৬১৪ জন রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের সঙ্গে ১১ সেপ্টেম্বর হজ করবেন তারা।

 

সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করার সুযোগ পাচ্ছেন। হজ শেষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যেজ ফিরতি ফ্লাইটে এই বাংলাদেশিরা দেশে ফিরবেন।

 

মৃত বাংলাদেশিদের তালিকা-

list

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়