শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হজ ক্যাম্পে নেই যাত্রীদের ভিড়

Paris
আগস্ট ২০, ২০১৬ ৮:০৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হজ মৌসুমের এ সময়টায় সাধারণত হজ ক্যাম্পে ভিড় থাকার কথা থাকলেও শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাতে সে রকম কোনো চিত্রই চোখে পড়েনি। রাতে ও পরদিন সকালে কোনো হজ ফ্লাইট না থাকায় এ চিত্র বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ফলে নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালনকারী পুলিশ ও নিরাপত্তা প্রহরী ছাড়া কোনো হজ যাত্রীকে দেখা যায়নি রাজধানীর আশকোনায় অবস্থিত ক্যাম্পটিতে।

 

শুক্রবার রাত ও শনিবার (২০ আগস্ট) সকালে কোনো হজ ফ্লাইট নেই। তবে শনিবার দুপুর থেকে সারাদিনে বিমানের মোট ৩টি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা ত্যাগের কথা রয়েছে। ফলে সকাল থেকে হজ যাত্রীদের ভিড় বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

 

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই ক্যাম্পে গিয়ে দেখা যায়, ক্যাম্পটির প্রধান ফটকে দায়িত্বপালন করছেন পুলিশের কয়েকজন নারী ও পুরুষ সদস্য। তবে হজ যাত্রীদের খাবারের জন্য হোটেল ও দোকানগুলো খোলা দেখা গেছে।

 

হাব’র বিপরীতে অবস্থিত দোকানের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রথম তিনদিন হজ ‍যাত্রীদের উপস্থিতি বেশি থাকায় ভালো ব্যবসা হয়েছে। কিন্তু গত রাতে তেমন ব্যবসা হয়নি।

 

হজ ক্যাম্পে স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ স্কাউটের সদস্য আজিজুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ও শনিবার সকালে বিমানের কোনো ফ্লাইট না থাকায় হজ ‍যাত্রীদের উপস্থিতি কম।

 

তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার পঞ্চম তলা পর্যন্ত প্রতিটি রুমেই হজ যাত্রীরা ছিলেন। কিন্তু আজ ছিলেন এক থেকে দেড়’শ যাত্রী। এসময় তাদের জন্য তৈরি তথ্য সরবরাহ কেন্দ্রটি তালাবদ্ধ পাওয়া যায়।

 

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন।
সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - জাতীয়