শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘হজ অব্যবস্থাপনা চরমে

Paris
আগস্ট ২০, ২০১৬ ১:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘অনিয়ম ও দুর্নীতিতে’ হজ অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

 

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘প্রতি বছরের মতো এবারো হজ প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের ভাষ্য মতে, ১৫টি হজ ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়ে যাওয়ায় ৭ হাজার হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভবিষ্যতে আরো কতো অব্যবস্থাপনার চিত্র দেখা যাবে কে জানে!’

 

আওয়ামী লীগকে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্মদাতা’ অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘জঙ্গিবাদ আওয়ামী লীগেরই সৃষ্টি। বিএনপি আওয়ামী লীগকে ‘পুনর্জন্ম’ দিয়েছে দাবি করে আলাল বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারকারী রাজনৈতিক দল। বাকশালের রাজনীতি থেকে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে বিএনপি। কাজেই জিয়াউর রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা সম্মান দেখানো উচিত।’

 

এ সময় ক্ষমতাসীন দলের নেতাদের সত্য ও পরিছন্ন ইতিহাস চর্চার আহ্বান জানান তিনি। শেখ মুজিবের হত্যায় বিএনপিকে জড়িয়ে ক্ষমতাসীন দলের নেতাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ মুজিব হত্যায় আওয়ামী লীগের নেতারাই জড়িত। আওয়ামী লীগ নেতারা তাদের নেতা শেখ মুজিবকে হত্যা করে মন্ত্রী পরিষদে শপথ নিয়ে গাড়িতে জাতীয় পতাকা লাগিয়েছেন। তখন তো বিএনপির জন্মই হয়নি। তখন তোফায়েল আহমেদ রক্ষী বাহিনীর প্রধান ছিলেন, তিনি কী করেছিলেন?’

 

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রক্রিয়ার বিরোধিতা করে আলাল বলেন, ‘সরকারের মদদে গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানো প্রস্তাব করা হচ্ছে। সরকারকে বলতে চাই, গ্যাসের দাম বাড়ালে জনগণ এবং বিএনপি মেনে নেবে না।’

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটর সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।

 

সূত্র :রাইজিংবিডি

 

সর্বশেষ - রাজনীতি