শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্যামসন-তিলকের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে সিরিজ জিতল ভারত

Paris
নভেম্বর ১৬, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কদিন আগে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি নিজেদের রেকর্ড ২৯৭ রান তুলেছিল ভারত। এবার জোহানসবার্গেও সেই তাণ্ডব চালিয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১ উইকেট খরচায় ২৮৩ রান তুলেছে ভারত। যা দেশের বাইরে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমন দিনে সেঞ্চুরি পেয়েছেন সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা।

এর আগে বিদেশের মাটিতে সর্বোচ্চ ২৪৪ রান করেছিল ভারত। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি ছিল ভারতের রেকর্ড। এবার সেটা টপকে নতুন রেকর্ড গড়েছে ভারত। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় তুলেছে ৩-১ ব্যবধানে।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে ভারত। অভিষেক শর্মা ১৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরলে ৭৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর তিলক ভার্মা এসে ব্যাট হাতে শাসন শুরু করে। শেষ পর্যন্ত স্যামসন ও তিলককে থামানো যায়নি।

দুজনেই পেয়েছেন তিন অঙ্কের দেখা। ৫১ বলে সেঞ্চুরি করেছেন স্যামসন, একই মাইলফলক ছুঁতে তিলক খেলেছেন মাত্র ৪১ বল। যেখানে স্যামসনের সংগ্রহ ৫৬ বলে ৯ ছক্কা ও ৬ চারে ১০৯। অন্যদিকে তিলকের সংগ্রহ ৪৭ বলে ১০ ছক্কা ও ৯ চারে ১২০ রান। পথে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েন দুজন। যা টিুটোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টিুটোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ।

এমন ম্যাচে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের প্রথম তিন ওভারে ১০ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার।

এরপর পঞ্চম উইকেট জুটিতে ট্রিস্টিয়ান স্টাবস ও ডেভিড মিলার মিলে ৮৬ রান যোগ করে মান রক্ষা করতে পেরেছেন। স্টাবসের ৪৩ আর মিলারের ৩৬ রানের সুবাদে তিন অঙ্ক ছুঁয়েছে দলীয় রান। তবে শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১৪৮ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ভারত ম্যাচ জেতে ১৩৫ রানের বড় ব্যবধানে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা