সিল্কসিটিনিউজ ডেস্ক :
স্পেনের উত্তরাঞ্চলীয় জারাগোজা শহরের কাছে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন একজন।
ভিলাফ্রাঙ্কা দে এব্রো এলাকার জারদিনেস দে ভিলাফ্রাঙ্কা নামক ওই বৃদ্ধাশ্রমে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন লাগে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ওই বৃদ্ধাশ্রমে প্রায় ৮০ জন বাসিন্দা উপস্থিত ছিলেন। বৃদ্ধাশ্রমটি মূলত তিনটি সংলগ্ন ভবন নিয়ে গঠিত।
ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর মধ্যেই ব্যাপক ক্ষতি হয়ে যায়। ১০ জন বৃদ্ধ বাসিন্দা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে একজনকে গুরুতর অবস্থায় স্থানীয় মিগেল সারভেট হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া বেশ কয়েকজন বাসিন্দাকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হলেও তাদের মধ্যে অনেকে ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে অনেককে সামান্য আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে মনোবিজ্ঞানী এবং সামাজিক কর্মীদের পাঠানো হয়। তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এবং মৃতদের পরিবারের সদস্যদের মানসিক সহায়তা দিয়েছেন।
এদিকে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগ এর উৎস তদন্তে কাজ শুরু করেছে। একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন শীঘ্রই প্রকাশিত হবে বলে জানা গেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তো বারমুদেজ দে কাস্ত্রো এবং সামাজিক সেবা ইনস্টিটিউটের (ওঅঝঝ) পরিচালক অ্যাঞ্জেল ভাল ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো স্পেনে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র: যুগান্তর