শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্ত্রীর জন্য হোটেলে গিয়ে ভোট চাইছেন ফিফা থেকে নিষিদ্ধ সোহাগ!

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচন হতে যাচ্ছে শনিবার। চার বছরের জন্য ভোটাররা রায় দেবেন। এবার নির্বাচনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে দেখা গেছে ফিফা থেকে দুর্নীতি, জালিয়াতি ও অনিয়মের দায়ে ফিফার নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। এ নিয়ে ভোটার কিংবা কাউন্সিলরদের মধ্যে আলোচনা-সমালোচনা কম হয়নি।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হতে যাচ্ছে কংগ্রেস ও ভোট। সেখানে ভোটাররা থাকবেনও। নির্বাচনে সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা সদস্য পদে দাঁড়িয়েছেন। তাই হোটেলে সবশেষ স্বশরীরে গিয়ে তার জন্য ভোট চাইতে দেখা গেছে সোহাগকে।

ফিফার নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের এমন কর্মকাণ্ডের বিব্রত সবাই।

সেখানে থাকা এক কাউন্সিলর বলেছেন, নিষিদ্ধ সোহাগকে এবার হোটেলে এসে ভোট চাইতে দেখে অবাক হয়েছি। এ ছাড়া ফিফা নিষিদ্ধ একজন ব্যক্তি কী করে বারবার ফুটবলের নির্বাচনি কার্যক্রমে আসার সাহস পাচ্ছেন, বোধগম্য নয়।’

এই প্রসঙ্গে বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ফিফা থেকে নিষিদ্ধ ব্যক্তি কোনোভাবেই পারে না বাফুফে নির্বাচনের কোনও কার্যক্রমে অংশ নিতে। এখন আর কী বলবো।

অন্যদিকে সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু বলেছেন, নিষিদ্ধ সোহাগ কিছুতেই ফুটবলের নির্বাচনি কর্মকাণ্ডে থাকতে পারে না। এগুলো সরকার থেকে শুরু করে ফিফা এএফসির দেখা উচিত।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা