শুক্রবার , ৩১ মার্চ ২০১৭ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেমিতে ভেনাসের বিদায়

Paris
মার্চ ৩১, ২০১৭ ৪:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ামি ওপেনের সেমিফাইনালে হেরে গেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামস। প্রথম ব্রিটিশ নারী হিসেবে এ ইভেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছেন জোহানা কন্তা। এর আগে কোয়ার্টারে বিশ্বসেরা অ্যাঞ্জেলিক কেরবারকে হারান ভেনাস।

 

কন্তার শৈশবের আইডল ছিলেন ৩৬ বছর বয়সী ভেনাস। ১৯ বছর বছর আগে তিনি যখন প্রথম মিয়ামি ওপেন জেতেন তখন কন্তার বয়স ছিল মাত্র ৬। প্রিয় তারকাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

 

প্রথম সেটে ৩-০ গেমে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ৬-৪ গেমে হার মানেন ভেনাস। দ্বিতীয় সেটটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু, শেষ রক্ষা হয়নি মার্কিন আইকনের। ৭-৫ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।

...শিরোপা লড়াইয়ে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির মুখোমুখি হবেন কন্তা। যিনি চেক তারকা ক্যালোলিনা প্লিসকোভার বিপক্ষে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে সেমির (৫-৭, ৬-১, ৬-১) বাধা পার করেন।

 

বলা বাহুল্য, ২০১৭ মৌসুমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন ফর্মে ফেরা ভেনাস। জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন। ছোট বোন সেরেনার কাছে হার মানেন। চলতি মাসেই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) কোয়ার্টার ফাইনালে ওঠেন। এবার নিজ দেশের আরেকটি ইভেন্টে ফাইনালের আগে বিদায় নিলেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা