শনিবার , ২৩ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জনগণের সেবা করা প্রজাতন্ত্রের কর্মচারীদের পবিত্র দায়িত্ব

Paris
জুলাই ২৩, ২০১৬ ১:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনগণের কল্যাণে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনপ্রশাসন পদক-১৬’ প্রদান অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। জনগণের সেবা করাকে প্রজাতন্ত্রে নিযুক্ত কর্মচারীদের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সরকারি কর্মচারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আমাদের পবিত্র সংবিধানের ২১-এর ২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।’ কাজেই আমাদের সব সময় এটাই মনে রাখতে হবে। আমাদের একটাই লক্ষ্য, জনগণের সেবা করা, জনগণের কল্যাণ করা, জনগণের মঙ্গল করা, জনগণের উন্নতি করা। কাজেই আপনারা যে যেখানে যে দায়িত্ব পালন করছেন, প্রত্যেকেই সব সময় এটা মনে রাখবেন, শুধু চাকরির স্বার্থে চাকরি করছেন না। জনগণের সেবা করাটাই হচ্ছে সবচেয়ে পবিত্র দায়িত্ব। কারণ, বেতন-ভাতা যা কিছু আসে, তা তো আসে ওই আমাদের সেই গরিব কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাঁদের ঘাম, তাঁদের রক্ত, তাঁদের শ্রম থেকে।’

এ সময় জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সমস্যা আসবেই। আমি মনে করি, বাংলাদেশই বোধ হয় পৃথিবীর একমাত্র দেশ, যেখানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে জঙ্গি দমন করে অনেক বন্দির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।’

ধর্মের প্রকৃত শিক্ষা যেন মানুষ পায়, সেদিকে লক্ষ রাখতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। জঙ্গি বা সন্ত্রাসীরা যেভাবেই আসুক না কেন, তাদের দমন করতেই হবে বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

সরকার সামরিক-বেসামরিক বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্ব প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আসছে। তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। আজকের বিশ্বটা হচ্ছে একটা প্রতিযোগিতামূলক বিশ্ব। কাজেই এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরও সেই প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই প্রশিক্ষণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

শুধু দেশের ভেতরেই নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশেও প্রশিক্ষণে পাঠানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

জনপ্রশাসন পদক সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত সরকারি কর্মচারীদের কাজের স্বীকৃতি, প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা প্রদান করা এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা তাদের মাঝে একটা উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করা, প্রতিযোগিতা সৃষ্টি করা এবং সম্পাদিত কাজ যাতে খুব সুন্দরভাবে হয় এবং বাস্তবমুখী হয়, উন্নত হয় সে বিষয়গুলো মাথায় রেখেই আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি।’

এ অনুষ্ঠানের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘জনপ্রশাসন পদক-১৬’ দেওয়া হলো। দল ও প্রতিষ্ঠানের পাশাপাশি জনপ্রশাসনে কর্মরত জাতীয় ও জেলা পর্যায়ের ৩০ কর্মকর্তা-কর্মচারী, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাঁদের মধ্যে জনপ্রশাসন পদক বিতরণ করা হয়।

 

সূত্র:এনটিভি নিউজ

সর্বশেষ - জাতীয়