সুপার লেওয়ানডস্কিতে শীর্ষে বার্সেলোনা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বায়ার্ন মিউনিখে থাকতেই তিনি ছিলেন গোল মেশিন। বার্সায় আসার পর সেই মেশিনের ঔজ্জ্বলতা যেন আরও বেড়ে গেছে কয়েকগুণ। বার্সার জার্সিতে একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। শনিবার রাতেও গোল করলেন। মায়োরকার বিপক্ষে তার একমাত্র গোলেই স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে গেছে বার্সা।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো বার্সেলোনা। ৭ ম্যাচে বার্সার পয়েন্ট ১৯। ১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ওসাসুনার বিপক্ষে আজ জিততে পারলে আবারও শীর্ষে চলে যাবে রিয়াল।

মৌসুমে এ নিয়ে ৯ম গোল করলেন রবার্ট লেওয়াডনস্কি। স্প্যানিশ লা লিগায় এটা ৮ম। ১৯৯৭ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ান ভিয়েরি প্রথম সাত ম্যাচে করেছিলেন ৮ গোল। তার প্রায় ২৫ বছর পর ভিয়েরির রেকর্ড স্পর্শ করলেন বার্সার পোলিশ স্ট্রাইকার।

শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের রুড ফন নিস্টলরয়ের একটি রেকর্ডও স্পর্শ করে ফেলেছেন তিনি। লা লিগায় টানা ৬ সপ্তাহে গোল পেলেন রবার্ট। ২০০৬-০৭ মৌসুমে নিস্টলরয় রিয়ালের হয়ে এই রেকর্ড গড়েছিলেন।

 

 

সূত্রঃ জাগো নিউজ