শুক্রবার , ২৯ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুনামগঞ্জে বন্যা, দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

Paris
জুলাই ২৯, ২০১৬ ৭:৪৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বন্যার কারণে সুনামগঞ্জের কয়েকশ গ্রাম প্লাবিত। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘর-বাড়ি ছেড়েছে অনেকেই। কেউ কেউ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। আর বিভিন্ন অসুবিধার কারণে জেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জ জেলার কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পানির নিচে তলিয়ে থাকায় জেলার সঙ্গে তাহিরপুর, ছাতকসহ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে আছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হয়েছে জেলার শিক্ষা ব্যবস্থা। বন্যার পানি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকার অনেকে আশ্রয় নিয়েছে। পানির নিচে তলিয়ে থাকায় ২০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১২০টি প্রাথমিক বিদ্যালয় ও ৮০টিরও বেশি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সঠিক হিসাব নিশ্চিত হওয়া যায়নি।

 

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান বলেন, যেসব স্কুলে পানি উঠে গেছে সেসব স্কুলে শিক্ষার্থীরা না গেলেও যেহেতু সরকারি ছুটি ঘোষণা করা হয়নি তাই শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই যেতে হবে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়