সাপাহারে ভার্চ্যুয়ালি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১০ জুন) সকাল সাড়ে দশটায় ধর্মবিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে নব নির্মিত সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গনে এ  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০১৫ সালের ফেব্রুয়ারী ধর্মবিষয়ক মন্ত্রনালয় পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিজস্ব অর্থায়নে ৮হাজার ৭শ’২২ কোটি টাকা প্রাক্কলিত প্রকল্পটির অনুমোদনের পর ৫ এপ্রিল ২০১৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে দেশের ৮টি বিভাগের ৯টি স্থানে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ কাজ আরম্ভ হয়।

এর ধারাবাহিকতায় মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে হতে আজ ৫০টি মডেল মসজিদের ভার্চুয়ালি শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেকুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাস্টারসহ উপজেলার ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

স/জে