সাপাহার প্রতিনিধি:
‘বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কৃসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ৭৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্মরণ আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাপাহারের বিজ্ঞান আন্দোলন মঞ্চে সাপাহার বিদ্যানিকেতনে বিদ্যালয়ের অধ্যক্ষ মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী নিউ ডিগ্রী গভ: কলেজের সাবেক অধ্যাপক ইসমত এনামুল হক, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, দিঘীর হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনিরুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোস্তাক আহম্মেদ প্রমূখ।
এ সময় বক্তারা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের দিত্বীয় পর্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অবিভাবক,শিক্ষক,সাংবাদিক উপস্থিত ছিলেন।
স/শ