রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সান্ত্বনার জয়ে শেষ যুবাদের ভিয়েতনাম অভিযান

Paris
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপাজয়ী দলটিকে নিয়ে অনেক আশা ছিল সংশ্লিষ্টদের। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে অবশ্য সে আশার প্রতিদান দিতে পারলেন না যুবারা। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ থেকে মোটে এক পয়েন্ট পাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। রোববার (২৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়ে পাওয়া জয়টি তাই শুধুই সান্ত্বনার।

ভিয়েতনামে হাই পংয়ের লাচ ট্রে স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে লিড পেয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে আসাদুল মোল্লা লক্ষ্যভেদ করেন।

পিছিয়ে পড়ে ভুটান আক্রমণের ধার বাড়ায়। তবে একের পর এক গোল মিসে তাদের সমতায় ফেরার অপেক্ষা দীর্ঘ হয়। শেষ পর্যন্ত ৭০ মিনিটে সমতাসূচক গোলটি পেয়ে যায় তারা। ভুটানের মিডফিল্ডার বাংলাদেশের বক্সে অবস্থান করা ফরোয়ার্ডের উদ্দেশ্যে লম্বা উড়ন্ত বল বাড়ান। ডিফেন্ডার সাকিব সেই বল হেডে ক্লিয়ার করতে যান। তার মাথায় লেগে বল সাইড পোস্টে লাগে। বল সেখান থেকে গোল লাইন ক্রস করলে সহকারী রেফারি গোলের বাঁশি বাজান।

তবে নির্ধারিত সময়ের মিনিট চারেক বাকি থাকতে দূরপাল্লার শটে মইনুল ভুটানের জাল কাঁপালে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের ফলে ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে দেশের বিমান চড়বেন মারুফুল হকের শিষ্যরা।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা