সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাজারে বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায়। অনেকে সাদা জুতা পছন্দ করেন। তবে সাদা জুতা পরতে ভালো লাগলেও সমস্যা হয় এটি নোংরা হলে।
তবে নোংরা, দাগযুক্ত সাদা স্নিকার বা অন্য জুতা কীভাবে পরিষ্কার করলে নতুনের মতো দেখাবে, চলুন সেটি জেনে নেওয়া যাক।
ভিনেগার ও বেকিং সোডা
বেকিং সোডা এবং ভিনেগারে এমন বৈশিষ্ট্য রয়েছে যা জুতা পরিষ্কার করতে সাহায্য করে। এই দুটি একসঙ্গে ব্যবহার করলে দুর্গন্ধ এবং ছত্রাকের বৃদ্ধি রোধ করা যায়।
তবে মনে রাখবেন, এই মিশ্রণ দিয়ে শুধুমাত্র চামড়া, রেজিন বা কাপড় দিয়ে তৈরি জুতার তলা পরিষ্কার করুন। একটি পাত্রে ১ থেকে ৫ চা চামচ ভিনেগার এবং ১ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন।
ফেনাযুক্ত মিশ্রণ তৈরি না হওয়া পর্যন্ত মিশ্রণটি নাড়তে থাকুন। এরপর মিশ্রণটি ব্রাশ দিয়ে জুতায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস
লেবুতে থাকা সাইট্রিক এসিড জুতা পরিষ্কার করতে সাহায্য করে এবং জুতোর খারাপ গন্ধও দূর হয়।
ঠান্ডা পানি নিয়ে তাতে একটি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি সাদা জুতায় লাগান এবং আলতোভাবে ঘষুণ। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
টুথপেস্ট
টুথপেস্ট দিয়ে জুতো পরিষ্কার করতে পারেন। চামড়া বা রেজিনের জুতা, এমনকি কাপড়ের জুতা পরিষ্কার করার জন্য আপনার যা দরকার তা হলো একটি পুরনো টুথব্রাশ এবং টুথপেস্ট।
প্রথমে কাপড় দিয়ে জুতা পরিষ্কার করে ভেজানোর পর ব্রাশ দিয়ে টুথপেস্ট লাগান। এভাবে ১০ মিনিট রেখে আবার টুথব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার জুতা উজ্জ্বল হবে।
সাবান এবং পানি
যে কোনো ধরনের তরল ডিশওয়াশার দিয়ে সাদা স্নিকার্স পরিষ্কার করতে পারেন। এই প্রক্রিয়ায় কাপড়ের জুতার জন্য সবচেয়ে ভাল। এর জন্য ১ চা চামচ লিকুইড ডিশওয়াশার উষ্ণ গরম পানিতে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে জুতা ডুবিয়ে একটি বড় ব্রাশ দিয়ে দাগ পরিষ্কার করুন।
নেইলপালিশ রিমুভার
নেইলপালিশ রিমুভারের সাহায্যে চামড়ার জুতা বা সাদা স্নিকার্সের দাগ সহজেই পরিষ্কার করা যায়। প্রথমে তুলায় অ্যাসিটোন রিমুভারে ভিজিয়ে দাগের ওপর ঘষুণ। এটি একটু শক্ত হতে পারে। তাই দাগ মুছে ফেলার পর জুতোয় পাউডার বা পেট্রোলিয়াম জেলি লাগান।
সূত্র: কালের কণ্ঠ