রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাত দিক থেকে ইসরাইলের দিকে আঘাত আসছে: নেতানিয়াহু

Paris
অক্টোবর ৬, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরাইলের দিকে এখন সাত দিক থেকে আঘাত আসছে। খবর সিএনএনের

শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরাইল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি যারা গত সপ্তাহে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরাইলকে লক্ষ্য করে ছুড়েছে।

লেবানন ও ইসরাইলের মধ্যে উত্তরে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহু।

গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ৯ হাজার হামলা চালিয়েছে ইসরাইল এবং একইসময়ে হিজবুল্লাহ ইসরাইলে এক হাজার ৫০০ হামলা চালিয়েছে।

এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে একহাত নেন। তিনি বলেন, ইমানুয়েল ম্যাক্রোঁ ও অন্যান্য দেশ যারা ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা।

নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাবে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক