বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সম্মান করলেও বাংলাদেশকে নিয়ে ভাবছেন না গম্ভীর

Paris
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সীমিত ওভারের সংস্করণে ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরের যুগ শুরু হয়েছে। তবে ক্রিকেটের আদি সংস্করণ টেস্টে এখনো হয়নি। আগামীকাল চেন্নাই টেস্ট দিয়ে সাবেক ওপেনার যুগ শুরু হবে বাংলাদেশের বিপক্ষে।

তার অধীনে ভারত কোন স্টাইলে খেলবে, তা নিয়ে গতকাল প্রশ্ন করা হয়েছিল গম্ভীরকে।

ভারতীয় কোচ জানিয়েছেন, জয়ের জন্য যে স্টাইল মানানসই সেই স্টাইলেই খেলবে তার দল। তিনি বলেছেন, ‘সব সময় বিশ্বাস করে আসছি, যে স্টাইলে খেললে দল জিতে সেটাই সেরা স্টাইল। আমরা দল হতে চাই এবং দ্রুত সব কিছু রপ্ত করে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে চাই। এক স্টাইলে মানিয়ে নেওয়া শুরু করলে সেখানে কোনো ‍উন্নতি নেই।

তাই সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে জেতা যায়।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। অভিনন্দন জানালেও বাংলাদেশকে এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, ‘পাকিস্তানে তারা যা করেছে তার জন্য অভিনন্দন। কিন্তু এটা একটা নতুন সিরিজ।

তারা দল হিসেবে ভালো প্রতিপক্ষ। তবে আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। তাদের সাকিব, মুশফিক ও মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে।’
কোনো প্রতিপক্ষকেই ভারত ভয় করে না বলেও জানান গম্ভীর। তবে প্রতিপক্ষের প্রতি তার সম্মান আছে বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় কোচ বলেছেন, ‘আমরা কোনো প্রতিপক্ষকেই ভয় পাই না। তবে প্রতিটি দলকে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আমরা প্রতিপক্ষের দিকে তাকাই না। যা জানি সেভাবেই খেলতে চাই।’

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা