বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সবার আগে ইউরোর শেষ ষোলোয় স্বাগতিক জার্মানি

Paris
জুন ২০, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

এবারের ইউরোর উদ্বোধনী ম্যাচেই স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে সবার আগে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করল জুলিয়ান নাগেলসমানের দল।

জার্মানির হয়ে প্রথম গোলটি দেন তরুণ আক্রমণাত্মক মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এই গোলে অবদান রাখার পর দ্বিতীয় গোলটি দেন জার্মান অধিনায়ক ইলকাই গুনদোয়ান। জার্মানির হয়ে অনবদ্য পারফরম্যান্স দেখান গোলকিপার ম্যানুয়েল নয়্যারও।

স্কটল্যান্ড ম্যাচের মতো হাঙ্গেরির বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি জার্মানি। রিয়াল মাদ্রিদে খেলা ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের ভুলে প্রথম মিনিটেই গোল খেতে পারত জার্মানরা। তবে নয়্যারের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় তারা।

২২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় জার্মানি। দারুণ ক্ষিপ্রতায় বল কেড়ে নিয়ে গুনদোয়ান পাস দেন মুসিয়ালাকে। ভিড়ের মধ্যে থেকে হাঙ্গেরির জালে বল জড়ান এই মিডফিল্ডার। এর মাধ্যমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোর গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই গোলের কীর্তি গড়লেন তিনি।

প্রথমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণ চললেও আর কোনো দল গোল পায়নি। ম্যাচের ৬৭তম মিনিটে জার্মানির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গুনদোয়ান। ম্যাক্সিমিলিয়ানোর পাস থেকে গোল আদায় করেন নেন জার্মান অধিনায়ক।

সর্বশেষ - খেলা