বুধবার , ৩১ মে ২০১৭ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সবাই ভাবছে এবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ফিরব: মাশরাফি

Paris
মে ৩১, ২০১৭ ৯:৪৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত দুই বছরের পারফর্মেন্সে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর প্রত্যাশার পারদ আকাশ স্পর্শ করেছে। দর্শক-সমর্থকরা চান, টাইগহাররা প্রতিটি ম্যাচই জিতবে। যদি না জেতে, কিংবা পারফর্মেন্স খারাপ করে তবেই সোশ্যাল সাইটে সমালোচনার শেষ থাকেনা। আসলে ধারাবাহিক সাফল্য আসলে অনেকের মাথাতেই বাস্তবতা ব্যাপারটি কাজ করে না। যা আজ স্মরণ করিয়ে দিলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এসে ম্যাশ বললেন, “প্রত্যাশা তো অনেক। লোকে ভাবছে এবার আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশে ফিরব! প্রত্যাশার শেষ নেই। তবে লোকের বুঝতে হবে বাস্তবতা। আমাদের বুঝতে হবে আমরা কোথায় আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা উন্নতি করছি কি না। র‌্যাঙ্কিংয়ে যেমন একটু একটু করে আমরা এগিয়েছি। ১০ থকে ৯ নম্বরে, ৮, ৭ হয়ে এখন ৬ নম্বরে। মানে গ্রাফ ঊর্ধ্বমুখী। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ”

মাটিতে পা রেখেই বাস্তবতা স্মরণ করিয়ে দিলেন টাইগার ক্যাপ্টেন। সর্বশেষ দেখায় ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশ। দুর্ভাগ্যক্রমে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছিল।

এমতাবস্থায় ইংল্যান্ডের মাটিতে উদ্বোধনী ম্যাচেই তাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই লড়াই দেখার জন্য ওভালের টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রত্যাশার চাপ সামলে মাঠের খেলায় মনযোগী হবে সবাই- এই আশাবাদ ব্যক্ত করলেন বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের কাণ্ডারি।

সর্বশেষ - খেলা