রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সংস্কার কমিশন নিয়ে হতাশ চাকমা রাজা

Paris
অক্টোবর ১৩, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সংস্কার কমিশন নিয়ে হতাশা প্রকাশ করেছেন চাকমা সার্কেল চিফ (চাকমা রাজা) ব্যারিস্টার দেবাশীষ রায়। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সংস্কার কমিশন নিয়ে হতাশা প্রকাশ করেন।

পোস্টে চাকমা রাজা লেখেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের ছয়টি সংস্কার কমিশনের সম্প্রতি ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। এতে আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, নারী এবং অন্যান্য প্রান্তিক বা সুবিধাবঞ্চিত গোষ্ঠীর প্রতিনিধিরা সম্পূর্ণ অনুপস্থিত বা দৃশ্যমানভাবে অপর্যাপ্ত।’

ব্যারিস্টার দেবাশীষ লেখেন, ‘এটি একজন নোবেল বিজয়ীর নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তির ওপর মারাত্মক দাগ। আমি আশা করছি, কমিশন সংশোধন করে শিগগিরই এই ভুলগুলো সংশোধন করা হবে। কমিশনের কাজের জন্য দেওয়া স্বল্প সময়ের পরিপ্রেক্ষিতে, এটি খুব দ্রুত ঘটাতে হবে। যদি তা না হয়, ২০২৪ সালের আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বে আন্দোলন থেকে উদ্ভূতগণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন, ঘোষণা ও রূপকল্পের অপূর্ণতা আগস্ট-পরবর্তী সংগ্রামকে অন্য পর্যায়ে টেনে নিয়ে যাবে। আমি আশা করতে চাই, আমাদের বীর ছাত্ররা এবং আমাদের নাগরিকরা এটা ঘটতে দেবে না।’

সর্বশেষ - জাতীয়